শিবগঞ্জে নিসচার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১৮:৫৮ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৩
শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফলভাবে শেষে সারা দেশের ন্যায় এক যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেস ক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সড়ক নিরাপত্তার প্রতিটা বিষয়কে গুরুত্ব দিয়ে নিরাপদ সড়ক চাই এবারের নিরাপদ সড়ক দিবসের কর্মসুচী পালন করেছে। মাসব্যাপী কর্মসূচিতে সারা দেশে ও বিদেশে শাখা সংগঠনগুলো মোট ১১৩৭টি কর্মসূচি পালন করেছে।এর মধ্যে শিবগঞ্জ উপজেলা শাখা প্রায় ১০হাজার শিক্ষক, শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গণসচেতনতায় কাজ করেছে। সড়ক পরিবহন আইন ২০১৮ পুরোপুরি কার্যকর এবং যথাযথ বাস্তবায়নের জন্য চুড়ান্ত বিধিমালা জারি করার দাবী জানাচ্ছি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ইমরানুল হক, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক সোহাগ আলী, কার্যকরী সদস্য আসাদুল্লাহ, আব্দুর রহিম, ইকবাল হোসেন বাবু, শামসুর রহমান প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত