শিবগঞ্জে নিসচা’র কমিটির উদ্যোগে নিরাপদ স্মারকগ্রন্থ প্রদান

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৯:৩৭ |  আপডেট  : ১৩ নভেম্বর ২০২৪, ১০:৩১

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়ার শিবগঞ্জ উপজেলা শাখা কমিটির উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের পাশে নিসচা শীর্ষক প্রকাশিত স্মারকগ্রন্থ নিরাপদ এর সৌজন্য কপি সম্প্রতি প্রশাসনিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনের হাতে পৌছে দেওয়া হয়েছে। মহামারী করোনাকালীন সময়ে দেশে-বিদেশে নিসচা’র শাখা সংগঠনগুলোর বিশেষ অবদানের কিছু গুরুত্বপূর্ণ সচিত্র প্রতিবেদন নিরাপদ স্মারকগ্রন্থে প্রকাশিত হয়।

বগুড়ার শিবগঞ্জ নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার তত্বাবধানে নিরাপদ স্মারকগ্রন্থটি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা, নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলার উপদেষ্টা হোসেন শরীফ স য়, উপদেষ্টা ও রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম, চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, ব্যারিস্টার তানভীর শরীফ সাম্য সহ আরোও বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে নিরাপদ স্মারকগ্রন্থটি তুলে দেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আল ইমরান, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাইফুল, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম, রেজাউল করিম, গোলাম মোস্তফা, মিজানুর রহমান প্রমুখ। 

উল্লেখ্য, নিরাপদ স্মারকগ্রন্থ প্রদানকালে নিসচা’র কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, সারাদেশে নিসচা যেভাবে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করছে সেভাবে প্রতিনিয়ত সুবিধাবি ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। করোনাকালীন সময়ে সারাদেশে নিসচার মানবিক কার্যক্রম প্রশংসার দাবী রাখে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, নিসচা শিবগঞ্জ উপজেলা শাখা জনসচেতনতামূলক কার্যক্রম, করোনাকালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ, স্বাস্থ্যসুরক্ষা বিতরণসহ প্রতিনিয়ত অসহায় সুবিধাবি ত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি এসময় নিসচা শিবগঞ্জ উপজেলা নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং নিসচা’র কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ সব ধরণের সহযোগীতা প্রদানে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত