শিবগঞ্জে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ২১:১১ |  আপডেট  : ১০ মে ২০২৪, ০৮:২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস শিবগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সংগঠনের নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ৯টায় জাতির পিতা প্রতিকৃতে পুষ্পমালা অর্পন করা হয়। 

পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে অনুষ্ঠিহ হয়।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আজিজুল হক, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, সহ-সভাপতি আব্দুল লতিফ সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দুপুর ১২ টায় আটমূল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দুপুর ২ টায় আটমুল ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শহিদুল ইসলাম শিমুল, ইউপি সদস্য খন্দকার আল ইমরান, আব্দুল হান্নান, আব্দুল মতিন, জহুরুল ইসলাম প্রমুখ। দুপুর ২ টায় শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ছাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগে কার্য নির্বাহী সদস্য আবু জাফর মন্ডল, ৮নং ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী ও যুবলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম শহিদ প্রমুখ। দুপুর ২টায় বেলগাড়ী ইসলামী আলীম মাদ্রাসার আয়োজনে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি নজরুল ইসলাম বাসু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত