শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত 

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৪, ১৪:৫৮ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬

সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া শিবগঞ্জে  জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ( ২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে শিবগঞ্জ  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে  আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতান আহমেদ, সহকারী সমাজসেবা অফিসার এনামুল করিম কারিগরি প্রশিক্ষক তৌহিদুল ইসলাম প্রমূখ।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত