শিবগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার একজন

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৩ জুন ২০২১, ১৯:০৬ |  আপডেট  : ২৯ এপ্রিল ২০২৫, ১১:০৯

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া বাজার হতে আতিকুর রহমান রিপন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১২জুন) সন্ধ্যার দিকে উপজেলার গুজিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শিবগঞ্জ ইউনিয়ননের ধাওয়াগীর খারপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

শিবগঞ্জ থানার এসআই মোহাম্মদ আলী জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার গুজিয়া বাজার থেকে ৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত