শিবগঞ্জের বাঘমাড়া দাখিল মাদ্রাসার অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি গঠন বন্ধের দাবিতে মানববন্ধন

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৯:৩৫ |  আপডেট  : ১৯ নভেম্বর ২০২৪, ০৬:১১

বগুড়ার শিবগঞ্জের বাঘমাড়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ হায়দার আলীর ষড়যন্ত্র মূলক কর্মকান্ডের প্রতিবাদে বাঘমাড়া দাখিল মাদ্রাসার অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি গঠন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু তালেব বিএসসি। 

এসময় বক্তব্য প্রদান করেন দাতা সদস্য শাহ আলম কাজী তার বক্তব্যে বলেন সুপার হায়দার আলী আমাদের মাদ্রাসার ছাত্র অবিভাবক সদস্য অত্র মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী এবং দাতা সদস্যদের কাউকে কিছু না জানিয়ে সুপার নিজের স্বার্থ হাসিলের জন্য অন্য এলাকার তার পছন্দ মতো ব্যাক্তিকে ম্যানেজিং কমিটির সভাপতি বানানোর জন্য তফসিল ঘোষণা করে নিয়েছে। আমরা সুপার হায়দার আলীর এই অসৎ উদ্দেশ্যকে সফল হতে দেবো না। বর্তমান ম্যানেজিং কমিটি গঠনের জন্য যে তফসিল ঘোষণা করা হয়েছে তা বাতিল করে নতুন ভাবে তপসিল ঘষণা করার দবিতে আজকের এই মানববন্ধন। 

এসময় উপস্থিত ছিলেন দাতা সদস্য শাহাজুল কাজী, ম্যানিজিং কমিটির সাবেক সদস্য আলহাজ্ব হাফিজার কাজী। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থী অভিভাবক ওবায়দুল, আবু জাফর, আবু বক্কর, ফরিদ উদ্দিন, নুরনবীসহ অত্র এলাকার সচেতন সমাজের ব্যক্তিরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত