শিবগঞ্জের দেউলীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সহিদুলের নির্বাচনি সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২ নভেম্বর ২০২১, ১৮:২৪ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৩:২৭
আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সহিদুল ইসলামের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধায় দেউলী বাজারে তার নির্বাচনি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আমি মটর সাইকেল প্রতীকে নির্বাচিত হলে গরীব, দুঃখী ও অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ্।
সমাজ সেবক নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, সাজু, আশরাফ, মনারুল ও মনসের আলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র সমাজের যুগ্ন রেজাউল করিম রেজা, আহবায়ক সেবক মোয়াজ্জেম, আঃ আজিজ, জহুরুল ইসলাম, নুরুল প্রাং, আল মুন্সি, শাহজাহান, ছাত্র সমাজ নেতা মোমিন, রিপন, রাব্বীসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত