শিবগঞ্জের আটমুলে ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং মতবিনিময় সভা
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৬ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:০৪
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৩নং আটমুল ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার পরিষদ সভাকক্ষে বিট পুলিশিং সংক্রান্তে ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিয়ম সভায় ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস (পিপিএম) বলেন, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, চাঁদাবাজি, চোরা চালানসহ যে কোনো ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এস.আই স্বপন মিয়া, এস.আই বিহঙ্গ চন্দ্র মন্ডল, ইউপি সচিব শহিদুল ইসলাম, ইউপি সদস্য ইমরান নাজির,জহুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, জিল্লুর রহমান, শাহাজাদা,আবদুল মতিন,ইকবাল হোসেন মন্ডল, আনোয়ার সাদাত,খোরশেদ আলম কাজল, সংরক্ষিত নারী ইউপি সদস্য বিউটি আরা,শ্যামলী আক্তার, ফাতেমা বেগম, আওয়ামীকীগ নেতা রেজাউল করিম, শহিদুল ইসলাম সহ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি চেয়ারম্যান বেলাল হোসেন সমাপনি বক্তব্যে বলেন, আমার ইউনিয়নের প্রধান সমস্যা গরু চুরি তাহা ইতিমধ্যে আমরা কঠোর হস্তে দমন করার চেষ্টা করছি তাছাড়া ইউনিয়ন পরিষদের যেকোনো সুযোগ সুবিধা বিনা পয়সায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমার পরিষদের কোনো ইউপি সদস্য বয়স্ক ভাতা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকার বিনিময়ে বিক্রি করতে পারবে না।এ জন্য আমি ইউনিয়ন বাসীর সহযোগিতা চাই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত