শিক্ষা ভবনে হামলার প্রতিবাদে মাদারীপুরে শিক্ষকদের মানববন্ধন

  এসআর শফিক স্বপন  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৪ |  আপডেট  : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৩

ঢাকা শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মাদারীপুর জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষকরা অভিযোগ করেন, গতকাল দেশের বিভিন্ন এলাকার সরকারি মাধ্যমিক শিক্ষকরা তাদের দাবি দাওয়া নিয়ে উচ্চ শিক্ষা অধিদপ্তরে (শিক্ষা ভবনের) সামনে কর্মসূচি করতে যায়। এসময় প্রজেক্ট থেকে নিয়োগ পাওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা।

মানববন্ধনে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. ফরিদুল ইসলাম, ঢাকা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম মিয়া, শিক্ষক নেতা নইম, মো. তারেক, জাকির হোসেন বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিদ্যালয়য়ের অর্ধশতাধিক সরকারি মাধ্যমিক শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত