শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে পঞ্চগড়ের ডিসির আহবান
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ১৯:০৯ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩১
পঞ্চগড়ে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে তাদের ২০৪১ সালের জন্য স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে আহব্বান জানালেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। সোমবার (১ জানুয়ারি) সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহব্বান জানান।
অনুষ্ঠানের আগে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাবুর রহমান হেলালী বক্তব্য রাখেন। এর আগে পঞ্চগড়র সরকারি কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেক, সদর উপজেলা মাধ্যমিক সাইফুল আলমসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, বছরের প্রথম দিনেই জেলার ১১ লাখ ৫২ হাজার ৭৫০ শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে বছরের প্রস্তুতিসহ শিক্ষার্থীদের ২০৪১ সালের জন্য স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে আহব্বান জানান জেলা প্রশাসক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত