শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে শ্রীনগরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মানববন্ধন 

  মোঃ নজরুল ইসলাম, শ্রীনগর,মুন্সীগঞ্জ, প্রতিনিধি

প্রকাশ: ৪ জুলাই ২০২২, ২০:৪৬ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ১৫:০৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে শিক্ষক হত্যা,নির্যাতন,নিপীড়ন এ লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।   রোববার দুপুরে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি শ্রীনগর শাখা। 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হালিম, যুগ্ন-মহাসচিব মনতোষ কুমার ধর, সহ-সভাপতি আব্দুল লতিফ আতাহারী, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি শ্রীনগর শাখার সভাপতি মনিরুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, শিক্ষক মো. দেলোয়ার হোসেন, হারুন অর রশিদ,  মো. সিদ্দিকুর রহমান খান, মো. রফিকুল ইসলাম, মিতা মার্থা দ্রং, নাজমা আক্তার, নিরাশ চন্দ্র দাস, হারুন অর রশিদ, আফিফা আক্তার, নাজমা আক্তার নাজু প্রমুখ।

 এসময় মানববন্ধনে অংশ গ্রহন কারীরা সাভারের হাজি ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইল ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ধর্ম অবমাননার অভিযোগ লাঞ্ছনা ও মুন্সীগঞ্জের শিক্ষক হৃদয় মন্ডলকে নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত