শাজাহানপুরে ২য় দিন শান্তিপূর্ণভাবে আ’লীগ ও বিএনপির কর্মসূচি পালিত
প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১৭:০৮ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৪
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির ২য় দিন আজ বুধবার বগুড়ার শাজাহানপুরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করেছে বিএনপি ও আওয়ামীলীগ। তবে জামায়াত-শিবিরের কাউকে রাজপথে দেখা যায়নি।
বেলা ১১ টার দিকে শহরতলীর বনানী বন্দরে বগুড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহর আওয়ামীলীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববির পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আসাদুর রহমান দুলু। এছাড়া আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎতের নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করে। দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নুর নেতৃত্বে অবরোধের বিপক্ষে বিক্ষোভ সমাবেশ করে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত