শাজাহানপুরে বিএনপি নেতা মোশারফ গ্রেফতার

  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৩, ১৯:৪৩ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯

বগুড়ার শাজাহানপুরের জনপ্রিয় বিএনপি নেতা মোশারফ হোসেন(৩৮)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব বগুড়া-১২ সদস্যরা। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার মাঝিড়া দক্ষিণপাড়া(বার্ণিঘাটা) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোশারফ চোপীনগর গ্রামের হাছেন আলী সরকারের পুত্র। উপজেলা বিএনপির পল্লী ও স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিকের দায়িত্ব পালন করে আসছে। পুলিশ ও আওয়ামীলীগ নেতার দায়ের করা পৃথক দুই মামলার এজাহারভূক্ত আসামি ছিলেন তিনি। আজ রবিবার রাতেই র‌্যাব সদস্যরা তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করে। 

রবিবার দুপুরে তাকে নাশকতার ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। অপরদিকে বিএনপি নেতা মোশারফ হোসেনকে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দরা অবিলম্বে মোশারফ হোসেনের নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত