শাজাহানপুরে জনতা ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১৬:৫৮ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০২:২২
বগুড়ার শাজাহানপুরে ঘাষিড়া জনতা ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৮ই অক্টোবর) বিকালে খোট্টাপাড়া ঘাষিড়া ইট ভাটা মাঠে এখেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির বর্তমান সদস্য শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ছালেক, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন তাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সিহাব উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান,
ঘাষিড়া জনতা ক্লাবের সদস্য আকাশ মিয়া, সজিব মিয়া, লিখন আহম্মেদ, রনি আহম্মেদ, গোলাম রব্বানী, সাইফুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম শফিক বলেন, সুস্থ্য দেহ ও সুন্দর মন, খেলাধুলা বিনোদন সবার প্রয়োজন। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। কাজেই প্রত্যেকের উচিত লেখাপড়া পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা ও খেলাধুলা করা।
ফুটবল টুর্নামেন্টে প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় মোস্তাইল নুসরাত সাউন্ড সিস্টেম ক্লাব ১-০গোলে কামাড়পাড়া ইয়াং স্টার ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম শফিক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত