শহিদুর রহমানকে র্যাবের মহাপরিচালক করায় বাগেরহাটে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
প্রকাশ: ৯ আগস্ট ২০২৪, ১৯:৩৩ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮
একেএম শহিদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক করায় বাগেরহাটে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ আগষ্ট) জুম্মাবাদ বাগেরহাট খান জাহান (রহঃ) দরগাহ মসজিদে ঠিকাদার কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধায়নে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৮ আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহন করেন একেএম শহিদুর রহমান। তিনি অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ’র স্থলাভিষিক্ত হয়েছেন।
এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি পুলিশ সুপার (এসপি) হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর এবং উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি ঢাকা ও সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার হিসেবে সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং পুলিশ টেলিকম রাজারবাগ ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পদকে ভূষিত হন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন খান জাহান (রহঃ) দরগাহ মসজিদের খতিব মওলানা খালিদ হোসাইন। মিলাদ ও দোয়া শেষে সহ¯্রাধিক মুসল্লীদের মাঝে তাবারক বিতরন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত