শহরের সব গলিতে

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ০৯:৪৯ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ০৪:০২

রেজাউদ্দিন স্টালিন
----------------

সব শহরের থাকে আশ্চর্য গলিপথ
থাকে দাঁত উঁচু দোকান
ফেরিওয়ালার ফন্দিফিকির
ভিখারিদের একঘেয়ে অনুনয়
লোহা আর সোনা পেটানো গান

গলির বুক বরাবর কাপ -চামচের দ্বৈরথ
শেষ মাথায় মধ্যবয়স্কাদের কণ্ঠের বারুদ
আর আরব্য রজনীর অনিঃশেষ গল্প

ধু ধু বিকেলে এক তরুণ
বিরহ পায়ে হাঁটে
জানালার মরুপথে তরুণী 

শহরের সব গলিতে জুলেখা থাকে
আর এক স্বপ্নদ্রষ্টা ইউসুফ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত