বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন
লৌহজং স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের শুনানির সিদ্ধান্ত
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৯ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:১৯
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন ও তাঁর দুই দোসরের বিরুদ্ধে অভিযোগের শুনানির সিদ্ধান্ত অনুসারে ৪ দফা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ঘোড়দৌড় বাজারে অবস্থিত লৌহজং প্রেস ক্লাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা নির্যাতিত স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারীর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাস্থ্য সহকারী মো. রফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি মাসের ২ তারিখে উপজেলা প্রশাসন এক শুনানি সভার আয়োজন করে। উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে ভুক্তভোগী স্বাস্থ্যকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
শুনানিতে ভুক্তভোগীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কর্মকর্তা নাজমুস সালেহীন ও এস এম মিজানুর রহমান (মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই) ও প্রধান হিসাবরক্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যপূর্ণ আচরণের বিষয় তুলে ধরেন। শুনানিতে ডা. নাজমুস সালেহীন ও প্রধান হিসাবরক্ষক সিরাজুল ইসলাম উপস্থিত থাকলেও মিজানুর রহমান অনুপস্থিত ছিলেন।
শুনানি শেষে ইউএনও জাকির হোসেন সভাকে চারটি সিদ্ধান্তের কথা জানান। সিদ্ধান্তগুলো হচ্ছে- (১) এস এম মিজানুর রহমান ও সিরাজুল ইসলামের সাময়িক বরখাস্ত এবং প্রশাসনিক তদন্ত, (২) এস এম মিজানুর রহমানের বিরুদ্ধে নথি গায়েবের অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তাকে থানায় সাধারণ ডায়েরির নির্দেশ প্রদান, (৩) স্বাস্থ্য সহকারী আজিজুল হক এবং দিলীপ কুমারের বদলির আদেশ প্রত্যাহার ও (৪) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির তদন্ত করার জন্য তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যকরে ৭২ ঘণ্টা বেঁধে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কিন্তু এস এম মিজানুর রহমানকে পাশের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা ছাড়া বাকি সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। সম্মেলনে শুনানি সভার বাকি সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন না হলে আগামীকাল বৃহস্পতিবার দুই ঘণ্টা মানববন্ধন, শনিবার অর্ধদিবস মানববন্ধন ও সোমবার থেকে ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার মানববন্ধন, র্যালি ও গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমসমূহে প্রচার-প্রচারণা চালানোর ঘোষণা দেওয়া হয়। এছাড়া শুনানি সভার রায় কার্যকর না হলে উপরোক্ত কর্মসূচি পালনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত