লৌহজংয়ে সংসদ সদস্য এমিলিকে সংবর্ধনা

  লৌহজং হতে সংবাদদাতা

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১০:১০ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০০:২৭

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লৌহজং উপজেলা শাখা কর্তৃক নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি এমপিকে শুক্রবার সংবর্ধনা ও মতবিনিময় সভা ঐক্য পরিষদের দপ্তরে সংগঠনের সভাপতি অলক কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দপ্তর সম্পাদক রনি ভট্রাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক হুইফ সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি।  

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, ঐক্য পরিষদের উপদেষ্টা খান নজরুল ইসলাম হান্নান, লৌহজং কলেজের অধ্যক্ষ মোজান্মেল  হক।  

উপস্থিত ছিলেন  উপজেলা ঐক্য পরিষদের সহসভাপতি  সনৎ চক্রবতী, ভজন লাল দাস, হরিদাস বিশ্বাস, বলরাম দাস, প্রদীপ দাস, মাখন সরকার,  সাধারণ সম্পাদক এড সঞ্জীব মন্ডল, যুগ্ম সম্পাদক মিন্টু দাস, সুনীল ঘোষ  সাংগঠনিক সম্পাদক মহাদেব রায়, প্রচার সম্পাদক সঞ্জয় মন্ডল, অর্থ সম্পাদক পুলিন সরকার আইন সম্পাদক পলাশ মৃধা, উপদেষ্টা অরুন কুমার দাস, কার্যকরী সদস্য পলাশ দে।

যুব ঐক্য উপজেলা শাখার সভাপতি দেবাশিষ শিবু, সহসভাপতি সুমন মল্লিক সহ দপ্তর সম্পাদক বিজয় ঘোষ, গোবিন্দ মন্ডল, ঐক্য পরিষদ নেতা কৃষ্ণ ঘোষ, অরবিন্দু বিশ্বাস বিন্দু, বাবুল ঘোষ, সুধীর মন্ডল, স্বপন ভট্রাচার্য্য, কৃষ্ণ দাস, জুরেন মজুমদার, দীলিপ মন্ডল, প্রদীপ বর্মন, উপদেষ্টা হরিসাধন, নন্দলাল দাস, তপন কুমার দাস, সঞ্জিত বর্মন, নবরঞ্জন দাস, সুবল মন্ডল,  যুব নেতা যুগল মন্ডল বিজয় দাস , ছাত্র ঐক্য নেতা সুশান্ত চক্রবর্তী, রাজিব দাস, তপন মালো, সজল বর্মন ত্রিনাথ বর্মন, নারী ঐক্য পরিষদের উপজেলা আহবায়ক রীতা রানি চক্রবর্তী, মিতা কর্মকার সহ সকল ইউনিয়নের নেতৃবর্গ।   

প্রধান অতিথি সাগুফতা ইয়াসমিন এমিলি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

অসাম্প্রদায়িক লৌহজংকে নিয়ে অহংকারের কথা স্মরণ করে তিনি তা ধরে রাখার আহ্বান জানান। এলাকার মসজিদ, মন্দির এর উন্নয়নে আগামীতে পরিকল্পনা নেবেন বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত