লৌহজংয়ে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ১৯:৩৩ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫৭
লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদক দ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য একদিনের কর্মশালার আয়োজন করা হয় লৌহজং উপজেলা মিলনায়তনে রোববার বেলা সাড়ে ১১ টায় । কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিলা রায় । উপজেলা নির্বাহী অফিসার ডা: মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল তায়াবীর, পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত মো. সালাউদ্দিন প্রমুখ ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত