লৌহজংয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড

  লৌহজং থেকে আসাদউজ্জামান

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বেশি দরে পেঁয়াজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। এতে ৫ হাজার টাকা অর্থদন্ড  আদায় করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বৌলতলী ইউনিয়নের হাট নওপারা বাজারে  অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। 

জানা গেছে, বেশি দামে একেক ব্যবসায়ী একেক দামে পেঁয়াজ বিক্রি করায় এবং বিক্রি মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করার অপরাধে এই ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, আজ (মঙ্গলবার) দুপুরে হাট নওপারা বাজারে  অভিযান চালানো হয়। এ সময় ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে এবং বাজার ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

কাআ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত