লৌহজংয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ২১:০৮ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২৩:৪৮
'উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ মেলার আয়োজন করে। আজ সকালে এ মেলার উদ্বোধন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদার, লৌহজং থানার ওসি আব্দুল্লাহ আল তায়বীর, মাওয়া নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মুন্নাফ আলীসহ অনেকে।
মেলায় ডিজিটাল উদ্ভাবনের অংশ হিসেবে ইভিএম ভোটিং, নাগরিকত্ব, অনলাইন জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ, স্ক্যানিং, এজেন্ট ব্যাংকিং, ই-মেইল, কম্পিউটার প্রশিক্ষণ, গাভী গর্ভবর্তী হওয়ার দেড় মাসের আল্ট্রা সোনোগ্রাফি মেশিন, ডিজিটাল মেশিনের সাহায্যে গরুর ওলানের রোগ সম্পর্কে জানা, জমি-জমা সংক্রান্ত ডিজিটাল সেবা সমূহসহ নানা বিষয় নিয়ে ৪টি প্যাভিলিয়নে দশটি স্টল বসে। এতে সাধারণ মানুষ বিভিন্ন বিষয় জানতে পারে। মেলা উদ্বোধনের আগে এ উপলক্ষে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইউএনও মো. আব্দুল আউয়াল জানান, মেলার উদ্দেশ্য ছিল জনগণকে ডিজিটাল সেবাসমূহ সম্পর্কে অবহিত করা। এখন প্রায় প্রতিটি দপ্তরেই সরকার ডিজিটাল সেবা দিয়ে চলেছে। ভবিষ্যতে এ সেবা আরও বৃদ্ধি পাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত