লৌহজংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

  লৌহজং(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১৫:৫৬ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:১১

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য  কর্মকর্তারার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে  উপজেলা  সিনিয়র  মৎস্য  কর্মকর্তা মোঃআসাদুজ্জামান আসাদ জানান, সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রথম দিন মাইকিং, ব্যানার,ফেষ্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারনা করা,দ্বিতীয় দিনে উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানিক জলশয়ে পোনা মাছ অবমুক্ত করন ও মৎস্য সেক্টরে  বর্তমান  সরকারের অগ্রগতি ও সাফল্য  বিষয়ে  নির্মিত  প্রামাণ্যচিত্র  প্রদর্শন  ছাড়াও পুরো সপ্তাহ ব্যাপী নানা কর্মসূর্চী গ্রহন করা হয়েছে। 

তিনি এ সময়ে আরো জানান গত বছরে লৌহজংয়ের পদ্মায় মোট ইলিশ  উৎপাদন হয়েছিল ৩১৬.৪৬ মেট্রিক টন এছাড়াও অন্যান মাছ উৎপাদন হয়েছিল ৪৫২১ মেট্রিক টন। এ সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক  এম.তরিকুল ইসলাম মাহবুব, সাংবাদিক জাকির হোসেন সিকদারসহ আরো অনেকেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত