লৌহজংয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চৌকিদার আটক

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৩, ১১:৪৪ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৮:১৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মানিক চন্দ্র হাজরা (২৮) নামে যুবককে আটক করেছে পুলিশ। মানিক উপজেলার পদ্মা সেতু উত্তর থানার মেদিনীমণ্ডল ইউনিয়নের চৌকিদার এবং একই ইউনিয়নের সাবেক চৌকিদার প্রয়াত ভারত চন্দ্র হাজরার ছেলে। রবিবার রাত ১১ টার দিকে উপজেলার যশলদিয়া গ্রামের অটোরিকশা চালকের কিশোরী মেয়েকে বাড়ি থেকে পাশের কাশবনে টেনে নিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে। 

এ ঘটনায় সোমবার সকালে মেয়েটির বাবা থানায় অভিযুক্ত মানিকের বিরুদ্ধে মামলা করে। পরে ইউনিয়ন পরিষদ ভবন থেকে মানিককে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, আটক চৌকিদার মানিককে মঙ্গলবার (আজ) আদালতে পাঠানো হবে।  

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত