বিজয় দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত না থাকায়
লৌহজংয়ের ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৩ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৪:৫৭
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ [মঙ্গলবার] লৌহজং উপজেলা প্রশাসন এক প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা পরিষদ মিলনায়তনে।প্রস্ততি সভায় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্বা সহ সকল স্থরের কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিক উপস্থিত থাকলেও উপজেলার ১০টি ইউনিয়নের কোন চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।
সভায় সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্বা মহিউদ্দিন বাবুল মুন্সি তার বক্তব্যে দু:খ প্রকাশ করে বলেন, মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় সকল স্থরের লোকজন উপস্থিত থাকলেও এমন একটি গুরুত্ব পূর্ন সভায় উপজেলার ১০ টি ইউনিয়নের একজন চেয়ারম্যানকেও উপস্থিত দেখতে পাইনি বিষয়টি খুবই পরিতাপের বিষয়। এই বক্তব্যর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সকলের উপস্থিতিতে জানান, আজকের সভায় উপস্থিত না থাকায় ১০টি ইউনিয়নের চেয়ারম্যানকে কারন দর্শানোর নোটিশ দেয়া হবে। এর মধ্যে কনকসার ইউনিয়ন, গাওঁদিয়া ইউনিয়ন ও কুমারভোগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উপস্থিত থাকার কথা জানান নাজির ফরিদ হোসেন।
এ সময় প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. ইলিয়াছ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং থানার অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতুর্জা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাসার, বীর মুক্তিযোদ্বা মো. জাহাঙ্গীর ফকির, মো. মাহাবুব উল আলম বাহার, মো. মহি উদ্দিন বাবুল মুন্সি, মো. দিদার হোসেন, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান ও সাধারন সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল প্রমুখ।
কাআ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত