লৌহজংয়ের ওসি তায়াবীর টানা তিনবার মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
প্রকাশ: ১২ মে ২০২২, ০৯:৪৯ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৩৯
টানা তিনবার মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নির্বাচিত হয়েছেন লৌহজং থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর। গতকাল বুধবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তায়াবীরকে এপ্রিল মাসের শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন। লৌহজং থানার ওসি তায়াবীর এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ মাসের জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। তিনি গত ১৫ জানুয়ারি লৌহজং থানায় যোগদান করেন।
মামলার তদন্তে অগ্রগতি, পলাতক আসামি আটক, মাদক উদ্ধার ও মাদক ক্রেতা-বিক্রেতাদের গ্রেপ্তারসহ লৌহজংয়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় তাকে পরপর তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত