লৌহজংয়ে জন্মাষ্টমীতে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত

   লৌহজং(মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১৯:১৮ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২২:০৮

লৌহজং উপজেলার দক্ষিন মশদগাঁও সার্বজনীন কালী মন্দিরে এক আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন মুন্সিগঞ্জ -২ আসনের সংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। লৌহজং পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার সিংহ অমিতের সভাপতিত্বে বিশিষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ডা: মো. আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, মো. মেহেদি হাসান, মো. আনোয়ার হোসেন, মো. জাকির হোসেন বেপারী, জেলা হিন্দু বৌদ্ব খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী, সাধারন সম্পাদক সুবীর চক্রবর্তী, জেলা পুর্জা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নবীন কুমার রায় প্রমুখ।  

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত