রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, তরুণ নিহত
প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১৬:৫০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৩
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে ইমান হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
নিহত ইমান হোসেন (১৮) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে এবং আহত যুবক একই ক্যাম্পের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ নুর (৪৭)।
সোমবার (১৯ জুন) সকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টে এ গোলাগুলির ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী দল এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি রোহিঙ্গাদের।
এ বিষয়ে উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত