রুপার্ট মারডকের সঙ্গে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের আবেদন জেরি হলের
প্রকাশ: ২ জুলাই ২০২২, ১২:৪০ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪১
মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডকের [৯১] সঙ্গে অভিনেত্রী ও সাবেক সুপার মডেল জেরি হল[৬৫] দাম্পত্যজীবনের অবসান ঘটাতে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। বিবাহবিচ্ছেদের আবেদনে জেরি হল ক্যালিফোর্নিয়ার আদালতে স্বামীর সঙ্গে ‘অমীমাংসিত পার্থক্য’ উল্লেখ করে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বিয়ের ছয় বছরের মাথায় এ দম্পতির বিচ্ছেদ হচ্ছে। ২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় রুপার্ট মারডক আর জেরি হলের।
রুপার্ট মারডকের এটি চতুর্থ বিচ্ছেদ। আর ৬৫ বছরের জেরি হল এর আগে বিয়ে করেছিলেন রোলিং স্টোনের মাইক জ্যাগারকে। জ্যাগারের সঙ্গে বিচ্ছেদের পরই মারডকের সঙ্গে বিয়ে হয় জেরির।
খবর অনুসার, ২০১৫ সালের অক্টোবরে লন্ডনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার রাগবি বিশ্বকাপের ফাইনাল খেলার দিনে রুপার্ট মারডক ও জেরি হলের দেখা হয়। লস অ্যাঞ্জেলেসে ৭৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস উৎসবে বাগ্দান সম্পন্ন করেন মারডক ও জেরি। এরপর ২০১৬ সালে লন্ডনে বিয়ের দিনে মারডক টুইটে লেখেন, আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত