রাতের আঁধারে ভেঙে দেওয়া হলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১০:০৩
টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রাতের আঁধারে ভেকু দিযে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও মুহাম্মদ মনসুর আলীর ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর উদ্যোনে স্থাপিত এসব ম্যুরালগুলো ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যোনে মুক্তমঞ্চের পাশে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের দুই পাশ ভেঙে ফেলে আন্দোলনকারীরা। এসময় পাশে থাকা জাতীয় চারনেতার ম্যুরালও ক্ষতিগ্রস্ত হয়। পরে ৩০ ডিসেম্বর রাতের আঁধারে ভেকু দিয়ে তা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল ছিল।
মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, পৌর উদ্যানে স্থাপিত ম্যুরাল ভাঙার বিষয়টি এখনও জানি না। স্থানটিও পরিদর্শন করা হয়নি।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত