রায় পরিবর্তনের অভিযোগ, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলার আবেদন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১৩:৩৪ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৪, ০৯:৫২

সাবেক প্রধান বিচারপতি ও সদ্য আইন কমিশন থেকে পদত্যাগ করা চেয়ারম্যান খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে এ মামলার আবেদন করেছেন ইমরুল হাসান নামে এক আইনজীবী।   

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে তিনি এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদেশের জন্য রেখেছেন। মামলার বাদী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংবিধানে ত্রয়োদশ সংশোধনী মামলায় প্রকাশ্য আদালতে ঘোষিত রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার মত দেন। কিন্তু সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তৎকালীন ক্ষমতাসীন সরকারকে সুবিধা প্রদানের জন্য মামলার নথি নিজ জিম্মায় রেখে পরে ২০১২ সালে মামলার পূর্ণাঙ্গ রায় দেন যা প্রতারণামূলক ও জালজালিয়াতি পূর্ণ।   

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত শুনানি শেষে নথি পর্যালোচনা করে আদেশ দেবেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত