রাস্তার পাশে পড়ে ছিল অটোরিকশা চালকের লাশ

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১৭:৫৮ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪১

মুন্সিগঞ্জ লৌহজং উপজেলায় রাস্তাার পাশে পড়ে ছিল অটোরিকশাচালকের লাশ। আজ শুক্রবার সকালে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বালিয়ারপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে ওই চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

ওই চালকের নাম মো. জাকির মাঝি (৬০)। তিনি  সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগগ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে বালিয়ারপাড়মাদ্রাসা এলাকায় রাস্তার পাশে মোঃ জাকির মাঝির লাশ পড়ে ছিল। ফজরের নামাজ আদায় করতে বের হওয়া মুসল্লিরা রাস্তার পাশে লাশ দেখে পুলিশকে জানান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

লৌহজং থানার অফিসার্স ইনচার্জখন্দকার ইমাম হোসেন বলেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্য ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা লাশ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

 

B

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত