রাশিয়া-ইউক্রেন সংকট: ইউরোপে সৈন্য মোতায়ন করল যুক্তরাষ্ট্র
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৭ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৪:১৪
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ঘি ঢালল যুক্তরাষ্ট্র। ন্যাটোর হাত শক্তিশালী করতে পূর্ব ইউরোপে আরও দুই হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই হাজার সেনাবাহিনীর মধ্যে জার্মানি ও রোমানিয়া থেকে এক হাজার এবং যুক্তরাষ্ট্র থেকে এক হাজার সেনা পাঠানো হবে।
বাইডেন প্রশাসনের এমন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার গ্রুশকো সতর্ক করে বলেছেন, এটি দুই পক্ষের সমঝোতার পথ আরও কঠিন করে তুলবে। পূর্ব ইউরোপে বাড়তি মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্তকে ‘ধ্বংসাত্মক পদক্ষেপ’ উল্লেখ করে তিনি বলেন, এতে সামরিক উত্তেজনা বাড়বে ও রাজনৈতিক সিদ্ধান্তের সুযোগ কমে আসবে।
এদিকে, পেন্টাগন মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, পূর্ব ইউরোপে নতুন সেনা পাঠানোর সিদ্ধান্ত ন্যাটোর প্রতি পূর্বপ্রতিশ্রুতির অংশ মাত্র। কোনো মার্কিন সেনা ইউক্রেনে যুদ্ধ করতে যাচ্ছে না। কারণ, তারা এখনো ন্যাটো সদস্য নয়।
তবে পেন্টাগনের এমন কথায় পুতিন ভরসা করবেন বলে মনে হয় না। তিনি বল পশ্চিমাদের কোর্টে ঠেলে গত মঙ্গলবার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রই চাচ্ছে রাশিয়া যেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ায়। এর মাধ্যমে মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার ইচ্ছা ওয়াশিংটনের।
এদিকে ইউক্রেন সীমান্তে মোতায়েন লাখ খানেক সেনা প্রত্যাহারে রাজি হয়নি রাশিয়া। পুতিন বাহিনী যেকোনো সময় সাবেক সোভিয়েত দেশটি আক্রমণ করতে পারে বলে বারবার আশঙ্কাপ্রকাশ করছে পশ্চিমারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত