‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ পেলেন জ্যোতিপ্রকাশ দত্ত ও স্বকৃত নোমানের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৯:৪৪ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ১৫:১০

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২২’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে তাদের হাতে পদক ও সম্মাননা তুলে দেয়া হয়।

কথাসাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ জ্যোতিপ্রকাশ দত্ত এবং স্বকৃত নোমান এবারের পুরস্কার বিজয়ী। তাদের হাতে চেক, পুষ্পস্তবক এবং সনদ তুলে দেন প্রধান অতিথি চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিশেষ অতিথি শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

এ সময় নূরুল হুদা বলেন, রাবেয়া খাতুন বাংলা কথাসাহিত্যের সীমানা সম্প্রসারিত করেছেন। তাকে স্মরণ আমাদের সাহিত্যের প্রগতিশীল অভিযাত্রাকে তরান্বিত করবে।

পুরস্কারপ্রাপ্ত লেখক জ্যোতিপ্রকাশ দত্ত ও স্বকৃত নোমান বলেন, বরেণ্য কথাসাহিত্যেক রাবেয়া খাতুনের নামাঙ্কিত পুরস্কার আমাদের সাহিত্যকর্মের জন্য সম্মান বয়ে এনেছে, অনুপ্রেরণা যুগিয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত