রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ২০:২৭ |  আপডেট  : ২১ এপ্রিল ২০২৪, ০১:২৮

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মাটি খননের সময় প্রাচীন কালের একটি রাধা কৃষ্ণমূর্তি দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মুর্তিটি উদ্ধার করে নিয়ে আসে। 

জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের দেলুঞ্জ ঠাকুর পাড়া গ্রামের আমজাদ হোসেন তার একটি পুকুর গভীর করার জন্য ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের কাজ শুরু করে। গতকাল শনিবার দুপুরে ওই পুকুরে মাটি খননের সময় একটি রাধাকৃষ্ণ মুর্তি পুকুরের তলায় স্থানীয়রা দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার এস আই সোলায়মান আলী মুর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত