রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ২৩:৩৯ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা বিভাগসহ ঢাকা ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যস্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে এবং তা আরো কিছুদিন অব্যাহত থাকবে।
এছাড়া দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আগামী ৭২ ঘন্টায় দিনের তাপমাত্রা কমতে পারে।
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রাঙ্গামাটি ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৩৭ মিনিটে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত