রাণীগরের অপহৃতা মাদরাসা ছাত্র আদমদীঘিতে উদ্ধার
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১৪:০২ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩২
পার্শ্ববর্তী নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ১০ বছরের মাদরাসা ছাত্র ইউনুস আলী অপহরনের মাত্র ৬ ঘন্টা পর বগুড়ার আদমদীঘিতে উদ্ধার করেছেন পুলিশ। উদ্ধারকৃত মাদরাসা ছাত্রকে গত রবিবার ৩০ অক্টোবর সন্ধ্যায় অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।
অপহৃতা ইউনুছ আলী ও পুলিশ সুত্রে জানা যায়, নওগাঁ জেলার রাণীনগরের ভাদালিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ইউনুস আলী (১০) নওদলী দারুল উলুস কওমী মাদরাসায় মকতব শ্রেণীতে পড়াশুনা করেন।
গত রবিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টার সময় মাদরাসার বাহিরে রাস্তায় বের হলে একটি অজ্ঞাত মাইক্রোবাসে এসে ঐ ছাত্রর মুখ চেপে ধরে মাইক্রোবাসে তুলে অপহরন করে নিয়ে যায়। যাবার সময় বগুড়ার-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকারোড এলাকায় মাইক্রোবাসটি বিকল হলে অপহরনকারীরা মাইক্রোবাস মেরামত করার সময় কৌশলে অপহৃতা মাদরাসাছাত্র ইউনুস মাইক্রো থেকে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে কায়েরপাড়া রাস্তার পাশর্^ থেকে তাকে উদ্ধার করে ছাত্রর অভিভাবকদের খবর দিয়ে তাদের নিকট হস্তান্তর করেন। এঘটনায় আপহরনকারী বা অপহরনে ব্যবহৃত মাইক্রোবাস সনাক্ত করতে পারেনি পুলিশ।
আদমদীঘি থানা উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান বলেন, অপহৃতা মাদরাসা ছাত্রকে কায়েতপাড়া রাস্তার পার্শ থেকে উদ্ধার করে জিডির মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত