রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৯:৪৬ | আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৪১
রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটে কোনাপাড়ার কলেজ রোড এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টা ৪৪ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট অগ্নি নির্বাপন কাজে যুক্ত হয়।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। এ ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত সোমবার দুপুর ১২টার দিকে পুরানা ঢাকার চকবাজারের দেবীদাসলেন এলাকায় একটি প্লাস্টিক কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়। একইদিন বিকেলে রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত এবং গাড়িতে থাকা এক নবদম্পতি আহত হন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত