রাজধানীতে জাল নোটের কারখানার সন্ধান, কারিগর-ডিলারসহ গ্রেফতার ৯

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১২:৩৫ |  আপডেট  : ২৯ এপ্রিল ২০২৪, ১৩:৪৩

জাল টাকা (ফাইল ছবি)

রাজধানীতে জাল নোট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই কারখানা থেকে কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। সেখানে অভিযান চালিয়ে জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ মূলহোতা, কারিগর, ডিলার, রিটেইলারসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৫ জুন) দিনগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (২৬ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার দিনগত রাতে অভিযান চালিয়ে রাজধানী থেকে কোটি টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এ সময় জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ চক্রের মূলহোতা, কারিগর, ডিলার ও রিটেইলারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দাপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত