রমজান মাসের চাঁদ দেখা গেছে, যে আহ্বান জানালেন সৌদি বাদশাহ
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০৯:৫০ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯
নৃশংসতা বন্ধ করে নিরাপদ মানবিক করিডরের ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
বাদশাহর পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করেন সৌদির তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। পবিত্র রমজান মাস শুরু হওয়া উপলক্ষে এই বক্তব্য দেন সালমান বিন আবদুল আজিজ।
সৌদি বাদশাহ আরও বলেন, ‘এটা বেদনাদায়ক যে ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা যখন হামলার শিকার হচ্ছেন, তখন এ বছর রমজান মাস এসেছে।’
গাজায় এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ৩১ হাজারের বেশি মানুষ মারা গেছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৬৫৪ জন।
এদিকে সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু । স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চাঁদ দেখার পর সৌদি চাঁদ দেখা কমিটি এক ঘোষণায় জানায়, সোমবার (১১ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। সৌদি সুপ্রিম কোর্টের মতে, রোববার (১০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। যার মধ্যদিয়ে শাবান মাস শেষ হলো। শুরু হলো মাহে রমজান।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত