রংপুর-৪ আসনে পুনরায় টিপু মুনশি নির্বাচিত

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০১:০৩

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রতীকের প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক রবিবার রাতে কাউনিয়া উপজেলার ৭৩টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন। তিনি মাইকে নৌকা প্রতীকে টিপু মুনশি পেয়েছেন ৪৬ হাজার ৪৭২ ভোট পেয়েছেন ঘোষনা করেন। তার নিকটতম জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ১৫ হাজার ৬৩১ ভোট এবং ডাব প্রতীকের সিরাজুল ইসলাম পেয়েছেন ৪৫৩ ভোট। পীরগাছা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা টিপু মুনশি পেয়েছেন ৭৫ হাজার ২৪৫ এবং সেলিম বেঙ্গল পেয়েছেন ২৫ হাজার ৫৬৯ ভোট। ২ উপজেলা মিলে টিপু মুনশি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৭২৬ ভোট এবং সেলিম বেঙ্গল পেয়েছেন ৪১ হাজার ২০০ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৩০ জন, পুরুষ ২ লাখ ৩৫ হাজার ৪৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। দুটি উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৬৩টি ভোট কেন্দ্রের ৯৭৭টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুর হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ন ভাবে এই আসনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত