রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, নিহত-১

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:০৪ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান (২৮) নামে এক পথচারী নিহত হয়েছে। রবিবার সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জাহিদ উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের ফজলুল শেখের ছেলে। নিহতের পরিবার সুত্রে জানা গেছে জাহিদ হাসান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। রবিবার সকালে পরিবারের অজান্তে বাড়ি থেকে বাহির হয়ে কাউনিয়া ফায়ার স্টেশনের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় তিনি রাস্তার পাশে পড়ে যান, পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে
হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে একটি সড়ক আইন মামলা হয়েছে। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত