রংপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মহান শিক্ষা দিবস পালন
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৯ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ০০:০১
মহান শিক্ষা দিবস উপলক্ষে শনিবার রংপুর প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর মাহানগর শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সংগঠনে মহানগর শাখার সভাপতি যুগেশ ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাসদ শাখার সদস্য প্রভাষক অমল সরকার, ছাত্রফ্রন্ট বেরোবির সভাপতি রিনা মুরমু, কারমাইকেল কলেজ শাখার সংগঠক জান্নাতুল মওয়া, অংকন হাসমি এবং সংহতি জানান বিজ্ঞান আন্দলন মে র আহবায়ক তুর্য্য শুভ্র।
সমাবেশে সংগঠনের মহানগর শাখার সাধারন সম্পাদক উত্তম কুমারের পরিচালনায় বাসদ নেতা অমল সরকার বলেন ব্রিটিশ উপমহাদেশে জন মেকলে শিক্ষা নীতি থেকে তৎকালিন পাকিস্তান সামরিক স্বৈরশাসক আইয়ুব সরকার প্রনীত এসএম শরিফ কমিশন শিক্ষা নীতি ছিল শিক্ষার বাণিজ্যিকীকরন, সাম্প্রদায়িকীরনের ধারা। তিনি বলেন ১৯৬২ সালে এ দেশের ছাত্র সমাজ শিক্ষা অধিকারের জন্য জীবন দিলেও স্বাধীনতা পরবর্তী কোন সরকারই সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক একই ধারার শিক্ষা চালু করে না করা জনগনের সাথে প্রতারনার সামিল। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকীকরন, সাম্প্রদায়িকীরন বলে উল্লেখ করে, এসবের বিরুদ্ধে তিনি ছাত্র সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ সকল প্রগতিশীল ছাত্র সংগঠনকে সচেতন ছাত্র আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহবান জানান। বক্তারা সমাবেশ থেকে আরো বলেন সরকার ২০২০ শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করলে শিক্ষা বাণিজ্যিকীকরনকে আরো ú্রসারিত হবে। সমাবেশ থেকে বক্তারা নতুন শিক্ষা কারিকুলাম বন্ধের দাবী জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত