যুবদলের মামলায় পঞ্চগড় জেলা আ’লীগ নেতা গ্রেফতার 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৭:১৮ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:১৩

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান আবুকে গ্রেপ্তার করেছে  পঞ্চগড় সদর থানার পুলিশ ।সোমবার (২০ জানুয়ারি) পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে নিলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। পুলিশ জানায়, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুটি মামলার এজাহারভুক্ত আসামী তিনি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান আটকের পর তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। তিনি জানান ২০২৪ সালের আগস্ট মাসে মারামারি ঘটনার পর ১৮ আগষ্ট যুবদল নেতা দীপু মর্তুজা আওয়ামী লীগের ১১ জন নেতা-কর্মীর নামে একটি মামলা দায়ের করেন। মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। 
 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত