যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসে আলোচনা সভা অনুষ্ঠিত   

  জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১০:৩০ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৩২

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী  যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । গতকাল শনিবার রাতে ইতালির ভেনিসের মারঘেরায় একটি রেস্তোরাঁয়  আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিম । ভেনিস যুবদল সভাপতি আকবর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী  ও যুগ্ন সাধারণ মিজানুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ভেনিস বিএনপির সাধারণ সম্পাদক শমসের আকবর পলাশ,  আরফান মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস যুবদলের সাবেক আহবায়ক যুবরাজ দেওয়ান  ও আক্তার দালাল । সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত ,  জাতীয় সঙ্গীত  ও দলীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করা হয়।  এর পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জব্বার মাঝী, ইব্রাহীম সরদার, সুনসুর পেদা, আক্তার হোসেন মোল্লা , বাসার সরদার, মফিজ হোসেন মুন্না , মিন্টু বেপারী, আমানুর রহমান , রুজেল রহমান,সাইফুল হোসেন,জামান আহমেদ, মওদুদ আহমেদ , সাদ্দাম হোসেন , আব্দুল হক , শুভ আহমেদ নিরব , নাসির খান জুয়েল আহমেদ, রাজিব খান , সবুজ লাকুরিয়া,রাজিব ভূঁইয়া ,জহিরুল ইসলাম,আব্দুল আলিম , সজিব পেদাআকাশ , সৈয়াল রুহুল আমিন , মোঃশাহীন  প্রমূখ।  সভা শেষে কেক কাটা ও নৈশভোজের  মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত