যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি- হামাস কর্মকর্তা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৯ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০১:১০

হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনের গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

গতকাল শনিবার লেবাননে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা ওসামা হামদান।

হামদান বলেন, ইসরায়েল, কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রস্তাবিত চুক্তিকাঠামোটি পর্যালোচনা করছেন হামাসের নেতারা।

তবে এ বিষয়ে হামাসের অবস্থান ঘোষণার জন্য আরও সময় দরকার বলে জানান হামদান।

সংবাদ সম্মেলনে হামদান বলেন, হামাস বারবার বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই বর্বর আগ্রাসন বন্ধের জন্য তারা যেকোনো উদ্যোগ নিয়ে আলোচনায় প্রস্তুত।
ফ্রান্সের প্যারিসে মধ্যস্থতাকারীদের তৈরি খসড়া যুদ্ধবিরতির প্রস্তাব হামাস হাতে পেয়েছে বলে নিশ্চিত করেন হামদান। তবে তিনি বলেন, চুক্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। প্রস্তাবটিতে কিছু ঘাটতি আছে।

হামদান বলেন, ফিলিস্তিনি জনগণ যে আগ্রাসনের মধ্য দিয়ে যাচ্ছে, তা যত তাড়াতাড়ি সম্ভব অবসান ঘটানোর আকাঙ্ক্ষার আলোকে হামাস শিগগির অবস্থান ঘোষণা করবে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। সরকারি তথ্যের আলোকে এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলে হামাসের এ হামলায় প্রায় ১ হাজার ১৬০ জন নিহত হন। তাঁদের বেশির ভাগই বেসামরিক নাগরিক ছিলেন। ইসরায়েলে হামলা চালিয়ে হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে শতাধিক ব্যক্তিকে গত নভেম্বরের শেষের দিকের এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় ছেড়ে দেয় হামাস।

ইসরায়েল বলেছে, গাজায় এখনো ১৩২ জন জিম্মি রয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চার মাস ধরে চলা ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৭ হাজার ২৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।

হামাসের একটি সূত্র জানিয়েছে, তিন পর্যায়ের বর্তমান প্রস্তাবটিতে প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বিষয়টি রয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ পরে বাড়তে পারে। চুক্তির আওতায় ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে কিছু জিম্মি ছাড়া পেতে পারেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত