যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে স্বাস্থ্য ও ভ্রমণ সতর্কবার্তা জারি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৮:৪৩ | আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০১:২১
যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশে অবস্থানরত তার দেশের নাগরিকদের জন্য স্বাস্থ্য ও ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে। বুধবার (২১ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে।
স্বাস্থ্য ও ভ্রমণ সতর্কবার্তা গুলো হলো,
দেশজুড়ে অব্যাহত লকডাউন এবং ফ্লাইট সীমিতকরণের জন্য এ সতর্কতা জারি করা হয়েছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ সরকার ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
তাছাড়া, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ বিভিন্ন শর্তসাপেক্ষে সীমিত আকারে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমান পরিচালনার ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে বাংলাদেশ সরকারের সকল আইন ও স্থানীয় সরকারের সকল অধ্যাদেশ অনুসরণ করতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস ও তার নাগরিকদের জন্য প্রাত্যহিক সেবা কার্যক্রম লকডাউনের সময়সীমা পর্যন্ত বন্ধ থাকবে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেবা কার্যক্রমে সাক্ষাতের জন্য ইতোমধ্যে নির্ধারিত সময়সূচী পুনঃনির্ধারণ করা হবে। তাৎক্ষণিক বা জরুরি সেবার জন্য সাক্ষাৎ সূচি নির্ধারণের অনুরোধ জানাতে DhakaACS@state.gov ঠিকানায় ইমেইল করতে বলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত