যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১০:৪৭ |  আপডেট  : ২৯ এপ্রিল ২০২৪, ১৯:১২

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ আবুল হাশিম (৪২)। স্থানীয় সময় গত রোববার সকালে অ্যারিজোনার ফিনিক্স শহরের কাছে এক মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে আবদুল হাশিমকে মৃত অবস্থায় পাওয়া যায়। কয়েক ঘণ্টা পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বিবি জনসন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

নিহত আবুল হাশিম কুমিল্লার বুড়িচং উপজেলায় বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুলফিকার আহমেদের ছেলে। তাঁরা ৯ ভাইবোন। এর মধ্যে ছয় ভাই ও এক বোন যুক্তরাষ্ট্রে থাকেন। বাকি এক ভাই ও এক বোন বাংলাদেশে থাকেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিনিক্সের সাবেক সভাপতি মাহবুব রেজা বলেন, ‘আমরা এখনো আবদুল হাশিমের মরদেহ হাতে পাইনি। টেমপি ইসলামিক কমিউনিটি সেন্টারে বুধবার বাদ জোহর তাঁর জানাজা হবে। পরে মারিকোপা মুসলিম কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।’

এদিকে গতকাল মঙ্গলবার আবুল হাশিমের হত্যাকাণ্ড নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টুইট করেন। টুইটে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে গত পাঁচ দিনে দুজন বাংলাদেশি নিহত হওয়ার খবরে আমরা আতঙ্কিত। সর্বশেষ শিকার হলেন আবুল হাশিম। এর আগে ইয়াজুদ্দিন আহমেদ নিহত হন। তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান ইয়াজুদ্দিন পড়াশোনার খরচ মেটাতে মুদিদোকানে কাজ নিয়েছিলেন।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত