যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেল চারজনের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ আগস্ট ২০২২, ০৯:৫৪ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি শহরে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

ডেটনের ঠিক উত্তরে ওহাইওর ছোট্ট একটি শহরে গোলাগুলির ঘটনাটি ঘটে শুক্রবার। শনিবার (৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বাটলার শহরের পুলিশ প্রধান জন পোর্টার সন্দেহভাজন স্টিফেন মার্লোকে অতিউৎসাহী এবং সশস্ত্র ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। ঘটনার পর থেকে সন্দেহভাজন ওই হামলাকারী পলাতক।

এফবিআই বলছে যে তার কেনটাকি, ইন্ডিয়ানাপলিস এবং শিকাগোতে যাতায়াত রয়েছে। এসব শহরের যে কোনো একটিতে পালিয়ে থাকতে পারে।

তবে আর হামলার শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। ওই শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ওহাইও অঙ্গরাজ্যের ওই শহরটিতে আট হাজার লোকের বসবাস।

সূত্র: সিএনএন, এনডিটিভি

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত