যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর নাজমুল, ‘দক্ষতায় সমস্যা নেই, সমস্যা মানসিকতায়’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১১:০৬ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫

আবারও ব্যর্থ বাংলাদেশ দলের ব্যাটিং। আবারও যুক্তরাষ্ট্রের কাছে হার। একদিনের ব্যবধানে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে বসেছে। টানা দুই হারে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে ১০০ তম হারের রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ দল।

যুক্তরাষ্ট্রকে মাত্র ১৪৪ রানে থামিয়েও জিততে না পারার পেছনে বাংলাদেশ দলের মাঝের ওভারের ব্যাটিংয়ের দিকে আঙুল তুলেছেন অধিনায়ক নাজমুল হোসেন। রান তাড়ায় পাওয়ার প্লেতে দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসানকে হারালেও নাজমুল, তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান ভালো খেলায় জয়ের পথেই এগোচ্ছিল বাংলাদেশ।

কিন্তু ডেথ ওভারে তালগোল পাকিয়ে ১৩৮ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। নাজমুল ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চে এসে ৬ রানের হার নিয়ে বলছিলেন, ‘খুবই হতাশাজনক। মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাতছাড়া করেছি।’

ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের প্রথম ম্যাচেরও হারের কারণ। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে হলে কী করণীয়, তা জানতে চাইলে নাজমুল বলেছেন, ‘এটা আসলে দক্ষতার ব্যাপার নয়। আমাদের মানসিকতা বদলাতে হবে। আশা করছি প্রথম দুই ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারব।’

যুক্তরাষ্ট্র সিরিজটি ছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ। সেটিই হেরে বসায় বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো কিছু করবে, এ নিয়ে আশাবাদী হওয়া একটু কঠিনই। তবু নাজমুল ইতিবাচক থাকার চেষ্টা করছেন, ‘সত্যি কথা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলিনি। তবে আমাদের হাতে আরও একটা ম্যাচ আছে। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত