মোস্তাফিজ জানালেন তিনি এখনও শিখার চেষ্টা করছেন!
প্রকাশ: ৬ জুলাই ২০২২, ১২:২৯ | আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৩:৫১
উপমহাদেশের কন্ডিশনে দারুণ বোলিং করলেও দেশের বাইরে ছন্নছাড়া মোস্তাফিজকে দেখা যায়। গত সাড়ে ৩ বছরে বিদেশের মাটিতে বড় দলের বিপক্ষে ১২ ম্যাচে তার উইকেট মাত্র তিনটি! তুলনার এই হতশ্রী অবস্থা দেখে মোস্তাফিজ বলছেন, দেশের বাইরেও উন্নতি করার চেষ্টা করছেন তিনি!
২০১৫ অভিষকের পর থেকে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য ত্রাস হয়ে উঠেছিলেন কাটার মাস্টার। কিন্তু ইনজুরিসহ নানা কারণে আগের সেই ধার তার বোলিংয়ে নেই। বিশেষ করে উপমহাদেশের মাটিতে মোস্তাফিজকে যতটা কার্যকর দেখা যায়, এশিয়ার বাইরে ততটাই যেন বিবর্ণ।
দেশের বাইরে হতশ্রী পারফরম্যান্সের কারণ জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান বাঁহাতি এই পেসার। তবে দেশের বাইরে উন্নতি করার সব রকম চেষ্টা করছেন বলে জানালেন তিনি, ‘এশিয়ার উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেট আরেক রকম। এশিয়ার বাইরে ট্রু বা ভালো উইকেট থাকে, তারপরও আমি চেষ্টা করি ভালো করার জন্য। এশিয়ায় অন্য টিমের ১৫০ রান করতে গেলেই অনেক কষ্ট হয়। আর এশিয়ার বাইরে দেখবেন ২০০ রান করলেও সেটা নিরাপদ না। আমার যেটা মনে হয়, এই কারণে ইকোনমিটা বাড়তেও পারে। আমি চেষ্টা করছি এশিয়ার বাইরে কীভাবে ভালো করা যায়।’
আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭ বছর পেরিয়ে গেছে মোস্তাফিজের। পেশাদার ক্রিকেটে এমন মুহূর্তগুলোয় একটা অবস্থান গড়ে ওঠে বেশির ভাগেরই। কিন্তু মোম্তাফিজ বললেন তিনি এখনও শেখার প্রক্রিয়ার মধ্যেই আছেন, ‘আমি মনে করি, অপারেশন করার পড়ে এক-দেড় বছরের মতো আমার ভালো পারফর্ম ছিল না। তারপরও মনে করি, শেখার তো শেষ নাই। প্রতিদিনই উন্নতি করা যায়। আমি চেষ্টা করছি উন্নতি করার জন্য, যেন আরও ভালো ফলাফল করা যায়। ফিটনেস বলেন, কোচের পরামর্শ নেওয়া বলেন- আমি এখনও শিখছি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত